Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০১৯

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি


প্রকাশন তারিখ : 2019-09-27

ইন্দোনেশিয়ার প্রত্যন্ত মালুকু দ্বীপপুঞ্জে  শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ২৩ জন মারা গেছে । এতে অনেক ঘরবাড়ি ধসে পড়েছে এবং ভূমিধসের সৃষ্টি হয়েছে।
রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৫। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়,  বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮ টা ৪৬ মিনিটে মালুকু প্রদেশের আমবনের প্রায় ৩৭ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
এতে লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়ে এবং তারা দ্রুত ফাঁকা রাস্তায় চলে যায়। এরআগেও এ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার এক কর্মকর্তা জানান, প্রাণ বাঁচাতে উঁচু এলাকার দিকে যাওয়ার চেষ্টা করার সময় মটরসাইকেল থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছে। এছাড়া ভূমিধসে মাটি চাপা পড়ায় আরো ২২ জন মারা গেছে।