Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ অক্টোবর ২০১৯

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা-ফিফা।


প্রকাশন তারিখ : 2019-10-17

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা-ফিফা।

 সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

  ব্রিফ্রিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান সাক্ষাতকালে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন জিয়ান্নি ইনফান্তিনো।  

   প্রধানমন্ত্রী এসময় জানান তাঁর সরকার দেশে খেলাধুলা প্রসারে উপজেলা পযায়ে ৪৯২টি মিনি স্টেডিয়াম নির্মান করছে।

  প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুরা যেন খেলাধুলায় মনোযোগী হতে পারে তারও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

  এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন এবং সহসভাপতি সালাম মুর্শেদী উপস্থিত ছিলেন।