Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০১৯

বর্ষার আগেই সারাদেশের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের


প্রকাশন তারিখ : 2019-01-14

সড়ক ও মহাসড়‌কের পা‌শের অ‌বৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ এবং চলমান প্রকল্পসমুহ দ্রুততার সা‌থে শেষ করার ওপর গুরুত্বা‌রোপ করেছেন সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

  আজ স‌চিবাল‌য়ে বি‌ভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, প্রকল্প প‌রিচালকসহ মন্ত্রণাল‌য়ের উর্ধ্বতন কর্মকর্তা‌দের সা‌থে এক সভায় তি‌নি এ গুরুত্ব আ‌রোপ করেন ।

  বর্ষার আ‌গেই সারা‌ দে‌শের ক্ষতিগ্রস্ত রাস্তাগু‌লো মেরাম‌তের জন্য সং‌শ্লিষ্ট‌দের নি‌দের্শনা দেন সেতুমন্ত্রী।

 এছাড়া কক্সবাজার মে‌রিন ড্রাইভ প্রশস্ত করার পাশাপা‌শি পর্যটক‌দের জন্য আধু‌নিক সুযোগ-সু‌বিধা বাড়ানোর নি‌দের্শনা দেন  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।