চার হাজার ৩শ’ ২৪ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
আজ রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়।
সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সাংবাদিকদের ব্রীফ করেন।
তিনি জানান, সভায় অনুমোদিত ৯টি প্রকল্পের মধ্যে ৮টি নতুন ও একটি সংশোধিত।
পরিকল্পনা মন্ত্রী আরো জানান, ৯টি প্রকল্পের মোট ব্যয় হবে চার হাজার ৩শ’ ২৪ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন হবে চার হাজার দুইশ ৪৯ কোটি ৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫ কোটি ৬৮ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৬৯ কোটি ৮৪ লাখ টাকা।
##