তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ডক্টর হাছান মাহমুদ বলেন, বিদ্যুৎ দেয়ার কথা বলে বিএনপি কেবল খাম্বা ঝুলিয়েছে আর বর্তমান সরকার দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ এর সুবিধায় এনেছে।সাময়িক অসুবিধা কিছুদিনের মধ্যেই কেটে যাবে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।এর আগের সমুদ্র বিজ্ঞান বিভাগ আয়োজিত "ব্লু ইকনোমিকের সম্ভাবনা" শীর্ষক সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে জিডিপি'র প্রবৃদ্ধি আরো ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর কাউছার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আথ এন্ড ইনভায়রনমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান, জার্মান কো-অপারেশন সংস্থার প্রিন্সিপাল অ্যাডভাইজার ডক্টর স্টিফেন আলফ্রেড বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর কে এম আজম চৌধুরী।