Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd এপ্রিল ২০২০

দেশে করোনাভাইরাসে নতুন করে ৫জন আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশন তারিখ : 2020-04-03

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে দেশে আরো ৫জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।
তবে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)
নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, আইইডিসিয়ার’ পরিচালক ড. মির্জাদী সেব্রিনা ফ্লোরা, পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার পরীক্ষা-নিরীক্ষার জন্য কিটের সংকট নেই। রাজধানীসহ সারা দেশে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।’
করোনা আক্রান্ত সন্দেহভাজন রোগীদের স্বপ্রণোদিত হয়ে বেশি বেশি করে নমুনা পরীক্ষা করতে সংশিষ্ট ল্যাবরেটরিতে যোগাযোগের আহবান জানান মন্ত্রী। প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের না হতে দেশবাসীকে অনুরোধ জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় ৫১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। এরমধ্যে আইইডিসিয়ারে পরীক্ষা করা হয়েছে ১২৬টি এবং দেশের অন্যান্য ল্যাবরেটরিতে ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে সর্বমোট ২ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৬১ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন ৫ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই ৫ জনের মধ্যে ২ জন আইইডিসিয়ারে আর বাকি ২টি অন্যান্য ল্যাবের পরীক্ষায় পাওয়া গেছে।’