Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ মে ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। সুবিধাজনক অবস্থানে এরদোয়ান


প্রকাশন তারিখ : 2023-05-28

তুরস্কের নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন আজ। স্থানীয় সময় সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিসেপ তায়েপ এরদোগান এবং কেমাল কিলিচদারোগ্লু। এরদোয়ান টানা ২০ বছর ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় রয়েছেন। আরও পাঁচ বছর তিনি রাষ্ট্রক্ষমতায় থাকছেন কি না, সেটা নির্ধারিত হবে আজ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান জনগণকে ভোট দিতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। গত ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট।   কেমাল কিলিচদারোগ্লু পেয়েছিলেন ৪৪ দশমিক ৯৯ শতাংশ ভোট। ৫ দশমিক ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন সিনান ওগান।