ফ্রান্সের রাজধানী প্যারিসের পুড়ে যাওয়া বিখ্যাত নটর ডেম গির্জা পুর্ননির্মাণের অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
নটর ডেম গির্জায় গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গির্জার সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়েছে।
প্রেসিডেন্ট এমানুয়েল মাখ্যোঁ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এই দুর্ঘটনা ফ্রান্সের সকল নাগরিকের জন্য দুঃখজনক। গির্জাটি পুড়ে যাওয়ায় পুরো ফ্রান্স মর্মাহত।
ফায়ার সার্ভিসের প্রায় ৪০০ জন সদস্য রাতে গির্জার আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আজ ভোরের দিকে গির্জার আগুন নিয়ন্ত্রণে ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।
গির্জায় আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নটর ডেমে ক্যাথেড্রালের মুখপাত্র আন্দ্রে ফিনেট জানিয়েছেন, ক্যাথেড্রালের ওপরের অংশের যার কিছুটা ১৩ শ এবং আরেকটি অংশ উনিশ শতকে তৈরি তা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে।
নটর ডেম গির্জাটিকে ফরাসি জাতির ‘আত্মা’ হিসেবে বর্ণনা করা হয়।