Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ এপ্রিল ২০১৯

শ্রীলংকায় আত্মঘাতী হামলার সপ্তাহ পূর্ণ : দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা


প্রকাশন তারিখ : 2019-04-28

শ্রীলংকায় ভয়াবহ বোমা হামলার এক সপ্তাহ পূর্ণ হয়েছে। দেশটির রোমান ক্যাথলিক নেতা রোববার খ্রিষ্টানদের ধর্মীয় উৎসবে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘মানবতার অপমান’ হিসেবে অভিহিত করেছেন কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ম্যালকম রঞ্জিত হামলার ঘটনায় নিহতদের জন্য আয়োজিত এক স্মরণসভায় একথা বলেন। এদিকে পুনরায় হামলার আশঙ্কায় তিনি শ্রীলংকার চার্চগুলো বন্ধের ঘোষণা দেন।লংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমেসিংহে এই স্মরণসভায় অংশ নেন।
নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজ এই স্মরণসভায় আমরা গত সপ্তাহের মর্মান্তিক হামলায় নিহতদের জন্য প্রার্থনা করব এবং পরষ্পরকে বুঝার চেষ্টা করব।’এদিকে শ্রীলংকার সেনাবাহিনী এখনো ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত জিহাদিদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী কড়া নিরাপত্তা ব্যাবস্থা বলবৎ রয়েছে।