করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেদারল্যান্ডসে নতুন করে আংশিক লকডাউন ঘোষণার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে দ্য হেগসহ বিভিন্ন শহরে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে মানুষ। প্রথম দিনের মতো এদিনও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদিকে নতুন বিধি-নিষেধের প্রতিবাদে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইতালিতেও বিক্ষোভ চলছে।
সম্প্রতি ইউরোপে নতুন করে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে। কোনো কোনো দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। শনিবার যুক্তরাজ্য সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, শুধু ২৪ ঘণ্টায় দেশটিতে ৪০ হাজার ৯৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ার হার ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশে আরোপ করা হচ্ছে নতুন বিধি-নিষেধ। আর এসব বিধি-নিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে মানুষ।