ঢাকার কয়েকটি বিদেশি মিশন সেখানে কর্মরত বাংলাদেশীদের সিটি করপোরেশন নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করার তীব্র সমালোচনা করে একে গর্হিত কাজ হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
তিনি বলেন, ‘অনেক বাংলাদেশী নাগরিক এখানকার বিদেশী দূতাবাস এবং হাই কমিশনগুলোতে কাজ করছেন। এই মিশনগুলো তাদের (বাংলাদেশী) ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক হিসাবে নিয়োগে মাধ্যমে একটি গর্হিত কাজ করেছে।’
আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশীরা কিভাবে বিদেশী পর্যবেক্ষক হয়? তারা তাদের মিশনে কাজ করছেন। মিশন তাদের বিদেশী পর্যবেক্ষক হিসেবে পাঠাতে পারে না এবং তারা সঠিক কাজ করেননি।’