২০০৯ সালে দেশটিতে কয়েক দশকের গৃহযুদ্ধের অবসানের পর এ নিয়ে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
তিন ডজন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে গোতাবায়া রাজাপাকসে এবং সুজিত প্রেমাদাসার মধ্যে।
আজকের নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী লড়লেও বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ইস্টার সানডেতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় সমালোচনার মুখে সিরিসেনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন।
দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন চার্চ ও নামকরা হোটেলগুলোতে এবছর ২১ এপ্রিল আইএস-এর হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়।
সিরিসেনা সরকার পরে নিজেদের ‘গোয়েন্দা ব্যর্থতার’ কথা স্বীকার করে নেয়।