Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জানুয়ারি ২০১৯

আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে।বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে- জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশন তারিখ : 2019-01-26

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মতপার্থক্য ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে দুর্নীতিমুক্ত করার তাঁর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।তিনি বলেন, ‘আমাদের দরকার জাতীয় ঐক্য। আমাদের উচিত সকল মতভেদ ভুলে যাওয়া। মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্যতা, ন্যায় বিচার, উন্নয়নও অগ্রগতির উপর ভিত্তি করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তাঁর দল নিরংকুশ বিজয় লাভ করায় শেখ হাসিনা চতুর্থ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় দেশবাসীর উদ্দেশে দেয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। । ভাষণে শেখ হাসিনা মহাজোটকে বিপুলভাবে বিজয়ী করায় দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।শেখ হাসিনা সংখ্যায় কম হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে আলোচনা, সমালোচনায় অংশ নিতে তাদের প্রতি আহবান জানান। তিনি বিরোধি দলের সকল প্রস্তাবের যথার্থ মূল্য দেয়ার ব্যাপারেও আশ্বস্ত করেন।