Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ August ২০১৯

তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, আর্তপিড়িত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপির রাজনীতি নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারে ঘুরপাক খাচ্ছে।


প্রকাশন তারিখ : 2019-08-07

আজ  রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

   বিএনপি মহাসচিবের নতুন নির্বাচনের দাবি নাকচ করে তথ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে ২০২২ সালের শেষে বা ২০২৩ সালের শুরুতে অনুষ্ঠিত হবে।

   জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ডক্টর হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকার সময় দলকে সঠিক সিদ্ধান্তে পরিচালিত করে অনন্য ভূমিকা রেখেছেন বঙ্গমাতা।

   বাংলাদেশের স্বাধীকার আন্দোলনসহ দেশ-মাতৃকায় বঙ্গমাতার অবদান যথাযথভাবে তুলে ধরতে গবেষকদের প্রতি আহবান জানান তথ্যমন্ত্রী

   বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

##