রংপুর উপ-নির্বাচনে বিএনপির মনোনয়নের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বলেছেন, রংপুরের উপ-নির্বাচনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারী পরিবারের লোককে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় কারও অবাক হওয়ার কিছু নেই।
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার পত্নী বেগম খালেদা জিয়া কেবল বঙ্গবন্ধুর হত্যাকারীদের শুধু আশ্রয়ই দেয়নি, তারা খুনিদের রাজনৈতিকভাবে পুনর্বাসিতও করেছেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশের চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করেছেন এবং তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে এবং বিদেশে আশ্রয় নিতে সহায়তা করেছেন।
‘জিয়া, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের শুধু আশ্রয়-প্রশ্রয়ই দেননি, রক্ষার কাজও করেছেন, সংসদে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ পাস কওে তিনি খুনিদের বিচারের পথ বন্ধ করেছেন। আর বেগম খালেদা জিয়া আরো একধাপ এগিয়ে ১৫ ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচনের পরে একজন খুনিকে সংসদে বিরোধী নেতা বানান এবং তার গাড়িতে জাতীয় পতাকা তুলে দেন।’