Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০১৯

তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সড়ক দুর্ঘটনারোধে কিছু দানবরূপী চালকদের রুখতেই হবে।


প্রকাশন তারিখ : 2019-09-11
তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সড়ক দুর্ঘটনারোধে কিছু দানবরূপী চালকদের রুখতেই হবে। তিনি বলেন, বেশিরভাগ চালকই ভালভাবে গাড়ি চালান, কিন্তু  অসেচতনভাবে গাড়ি চালিয়ে মানুষের মৃত্যু ঘটানো এবং পঙ্গুত্ব বরণ করানোর ঘটনা আসলে দুর্ঘটনা নয়, এগুলো খুনের ঘটনা।
 আজ রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইয়াসির আলভীর চিকিৎসার খোঁজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
    এসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা উপস্থিত ছিলেন।
   তথ্যমন্ত্রী বলেন, সরকার সড়ক দুর্ঘটনা রোধে ইতোমধ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে এবং সেখানে বাস্তবায়নের জন্য ১১১টি সুপারিশ দেয়া হয়েছে। টাস্কফোর্স এই সুপারিশগুলো সবাইকে নিয়ে বাস্তবায়ন করতে পারলে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।