প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপের গন্তব্যে শুরু হচ্ছে জাহাজে করে সরাসরি রপ্তানি পণ্য পরিবহন।সোমবার রপ্তানি পণ্যের কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ইটালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে ‘এমভি সোঙ্গা চিতা’।চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপে জাহাজ চলাচল শুরু হলে সময় লাগবে মাত্র ১৫ থেকে ১৬দিন। এর ফলে সময় বাঁচার পাশাপাশি বাঁচবে খরচও। সরাসরি এই নৌ যোগাযোগ পণ্য আমদানী-রপ্তানির নতুন দ্বার উন্মোচন করবে-বলছেন বন্দর ব্যবহারকারীরা।