Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০১৯

ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকদের আপত্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে-তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ


প্রকাশন তারিখ : 2019-01-20

ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকদের আপত্তির বিষয়গুলো পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

   তিনি আজ রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে একথা জানান।

   অনুষ্ঠানে ডিআরইউ এর সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান উপস্থিত ছিলেন।

   তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর অনুষ্ঠানমালা আরও যুগোপযোগি ও দর্শকপ্রিয় করতে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

  তিনি বলেন. ৬টি বিভাগে বাংলাদেশ টেলিভিশনের পুর্নাঙ্গ কেন্দ্র দ্রুত চালু করা হবে।

  তথ্যমন্ত্রী বলেন, নবম ওয়েজ বোর্ড নিয়ে কাজ অনেক দুর এগিয়েছে। শিঘ্রই ওয়েজবোর্ড বাস্তবায়নে নতুন কমিটি গঠন করা হবে।

  সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, তাদের নিজেদের মধ্যে ঐক্য ও বিশ্বাস নেই। এছাড়া গত দশ বছরে বিএনপি জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।