শুরু হলো বাংলাদেশ আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। পণ্যভূমি সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদের দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বচনী জনসভায় যোগ দিতে সকালে সিলেট পৌঁছান আওয়ামী লীগ সভাপতি। শুরুতেই সিলেটে হযরত শাহজালাল (র.)এর মাজার জিয়ারত করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ছোট বোন শেখ রেহানা। তিনি সেখানে কিছু সময় অবস্থান করে কোরআন তেলোয়াত ও মোনাজাত করেন।এসময় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেও বিশেষ মোনাজাত করেন আওয়ামী লীগ সভাপতি।মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ হরতাল, অবরোধ চায় না, ভোট দিতে চায়। তিনি বলেন, ভোট জনগণের সাংবিধানিক অধিকার ভোট দিতে কেউ বাধা দিতে পারবে না।আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচনে তাঁর দল ক্ষমতায় আসলে উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার কাজ অব্যাহত থাকবে।হযরত শাহজালাল এর মাজার জিয়ারত শেষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেন।