Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশের স্বাস্থ্য খাতের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বাসিত প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা


প্রকাশন তারিখ : 2023-09-19

বাংলাদেশের স্বাস্থ্য খাতের অভূতপূর্ব উন্নয়নের উচ্ছ্বাসিত প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।সোমবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়াস।এসময় তিনি বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন এবং সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।পাশাপাশি বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এসময় উপস্থিত ছিলেন।পরে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী।এদিকে সোমবার নিউইয়র্কে বাংলাদেশ ও হাঙ্গেরির দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের পর দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।