Wellcome to National Portal
  • btv 2-2
  • btv 3-2
  • 2024-12-31-08-41-daa79703d180d2d6e0a493b1a18e21fb
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ জানুয়ারি ২০২৫

জুলাই -আগষ্টের গণহত্যা: জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে।


প্রকাশন তারিখ : 2025-01-13

জুলাই আগষ্টের গণহত্যায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড ও ভিডিও ফুটেজ হাতে পেয়েছে প্রসিকিউশন। প্রসিকিউশনের আবেদনের ভিওিতে এই কল রেকর্ডগুলো সিআইডি ল্যাবে বিশ্লেষণের জন্য নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানান। তিনি বলেন, জুলাই আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে শহীদ আবু সাঈদের পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর আরো জানান, ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম পরিচালনায় জাতীয় ও আন্তর্জাতিক কোন চাপ নেই। স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।