দেশের মানুষের গড় আয়ু এখন ৭২ দশমিক চার বছর। বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২ এর প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক তিন বছর যা ২০২২ এ বেড়ে দাড়িয়েছে ৭২ দশমিক চার বছর। পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৮ বছর এবং নারী ৭৪ দশমিক ২ বছর। এছাড়াও ২০২২ এ মাতৃ মৃত্যুর হার কমে দাড়িয়েছে ১৫৬ জনে যা ২০২১ ছিল ১৬৮ জন। বিবিএসের তথ্য মতে ২০২২ এ পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হারও বেড়ে ১ দশমিক ৬ শতাংশ থেকে ১ দশমিক ৮ শতাংশে দাড়িয়েছে। এছাড়া দেশে বর্তমানে তালাকের হার বেড়ে দাড়িয়েছে হাজারে ১ দশমিক চার যা ২০২১ ছিল শুন্য দশমিক সাত। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান। এছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামছুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডক্টর শাহনাজ আরেফিন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের ভারপ্রাপ্ত মহাপরিচালক পরিমল চন্দ্র বসু।