৪ হাজার ৪শ’ ৪৭ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
আজ রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো: যশোরের রাজারহাট-মনিরামপুর-কেশবপুর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, ফেনী-সোনাগাজী-মুহুরী সড়কে মুহুরী সেতু এবং বক্তারমুন্সী-কাজিরহাট-দাগনভূঁঞা সড়কে ফাজিলাঘাট সেতু নির্মাণ প্রকল্প, কক্সবাজার জেলার একতাবাজার হতে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প,
আগারগাঁও শেরে বাংলা নগরে পর্যটন ভবন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, সিলেট জেলার সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় দশগ্রাম, মাহতাবপুর ও রাজাপুর পরগণা বাজার এলাকা সুরমা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে রক্ষা প্রকল্প এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ প্রকল্প।
সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
একনেক সভাশেষে পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সাংবাদিকদের ব্রীফ করেন।
তিনি জানান, সভায় অনুমোদিত ৬টি প্রকল্পের মধ্যে ৫টি নতুন ও একটি সংশোধিত।পরিকল্পনা মন্ত্রী জানান, ৬টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন হবে ৪ হাজার ৪শ’ ৩৯ কোটি ৮৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৭ কোটি ৯০ লাখ টাকা