উত্তর কোরিয়া দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধায়নে দূরপাল্লার মাল্টিপল রকেট উৎক্ষেপণ ও কৌশলগত স্বয়ংক্রিয় অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার এ মহড়া চালানো হয়েছে। উত্তর কোরিয়া এ সময় সাগরেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পারমাণবিক আলোচনায় ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে এক বছরের বেশী সময়ের মধ্যে এটি পিয়ংইয়ংয়ের প্রথম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
কেসিএনএ জানায়, ‘বড় মাপের দূরপাল্লার মাল্টিপল রকেট উৎক্ষেপকের সক্ষমতা ও নির্ভুলভাবে আঘাত করার কার্যকারিতা সম্পর্কে ধারণা পেতেই এই মহড়ার আয়োজন করা হয়।’
এতে আরো বলা হয়, জাপান সাগরে এই মহড়া পরিচালিত হয়।