সুদানে জরুরী অবস্থা জারি করা হয়েছে। সেই সঙ্গে বাতিল করা হয়েছে ফেডারেল সরকার। বরখাস্ত করা হয়েছে সকল রাজ্য গভর্ণরকে।
গতকাল জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ওমর আল বশির জরুরি অবস্থা জারির এই ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী এক বছরের জন্য সারাদেশে জরুরি অবস্থা বলবৎ থাকবে।
ওমর আল বশিরের বিগত ৩০ বছরের শাসন আমলের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ চলছে।
গত ডিসেম্বরে রুটি ও জ্বালানীর ওপর ভর্তুকি কমিয়ে দেয়ার পর এই বিক্ষোভ দানা বেঁধে উঠে।
আর সরকারবিরোধী এ বিক্ষোভের প্রেক্ষিতে এমন পদক্ষেপ ঘোষণা করেন ওমর আল বশির।