Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০২৫

দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ


প্রকাশন তারিখ : 2025-01-28

দেশজুড়ে দুর্নীতিবিরোধী বিক্ষোভের জেরে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। ২৮ জানুয়ারি তিনি পদত্যাগের ঘোষণা দেন। গত নভেম্বরে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জনের মৃত্যুর পর থেকে বেলগ্রেডে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। ছাত্র, শিক্ষক এবং অন্যান্য কর্মীসহ হাজার হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করেছেন, যারা এই বিপর্যয়ের জন্য প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের সরকারের দুর্নীতিকে দায়ী করেছেন।পদত্যাগের কারণ জানিয়ে ২৮ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ভুসেভিচ বলেছেন, উত্তেজনা কমাতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। ভুসেভিচ ২০২৩ সাল থেকে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি সার্বিয়া প্রগ্রেসিভ পার্টির প্রধান।