ভারত ও তুরস্কের অগ্রাধিকারমূলক বানিজ্য সুবিধা-জিএসপি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত দেশটির বাজারে মার্কিন পণ্যের যৌক্তিক প্রবেশাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাছাড়া জিএসপি সুবিধা পাওয়ার প্রয়োজনীয় মানদন্ডে উত্তির্ণ না হওয়ায় তুরস্কেরও জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিভিন্ন দেশের সঙ্গে অন্যায্য বানিজ্য নীতির চর্চা কমিয়ে আনতে এই পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন।
উল্লেখ্য, জিএসপি সুবিধার আওতায় উন্নয়নশীল দেশগুলো মার্কিন কংগ্রেসের বেঁধে দেওয়া কিছু নীতিমালার আওতায় যুক্তরাষ্ট্রে নিদিষ্ট কিছু পণ্য শুল্ক মুক্তভাবে রপ্তানী করতে পারে।