Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুন ২০২৩

বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রকাশন তারিখ : 2023-06-05

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার।সকালে গণভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে আসলে তিনি একথা বলেন।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান সাক্ষাতকালে সুপ্রিম কোর্টের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করে। ৭৫ এর ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা এবং পরে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে দেশে গুম খুন ও বিচারহীনতার সংস্কৃতি চালু করে।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় ন্যায়বিচারে বিশ্বাস করে। স্বল্প সময়ে বিনা ভোগান্তিতে বিচার প্রাপ্তি, বিচারিক ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহারসহ নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, বিচার হীনতার সংস্কৃতি থেকে দেশ আজ মুক্ত হয়েছে।বর্তমান তাপদাহ পরিস্থিতিতে বিদ্যুতের কারণে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জনগনের দুর্ভোগ লাঘবে সাধ্যমত চেষ্টা করছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।