Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০১৯

বেতন সমন্বয়ের পর সাভার ও আশুলিয়ার কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শ্রমিকদের প্রতি গার্মেন্টস মালিকদের আহবান


প্রকাশন তারিখ : 2019-01-14

সরকারের সংশোধিত বেতন কাঠামো মেনে নিয়ে আজ সকালে কাজে যোগ দিয়েছেন পোশাক শিল্পের শ্রমিকরা।

নতুন মজুরি কাঠামো ঘোষণা করায় সরকারকে অভিনন্দন জানিয়েছেন পোশাক শ্রমিক নেতৃবৃন্দ। তারা বলেন, এখন থেকে শ্রমিকরা মনোনিবেশ সহকারে কাজ করবে। কারণ শ্রমিকরা তাদের বেতন বাড়ায় খুবই খুশি।

  এর আগে সরকার পোশাক মালিক ও শ্রমিকদের সংগে ফলপ্রসু বৈঠকের পর শ্রমিকদের সংশোধিত মজুরী কাঠামো ঘোষণা করা হয়।

সংশোধিত কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে তৈরী পোশাক শ্রমিকরা এখন থেকে ১৮ হাজার ২শো ৫৭ টাকা মজুরী পাবেন।  এছাড়া, দ্বিতীয় গ্রেডের শ্রমিকরা ১৫ হাজার ৪শো ১৬ টাকা, তৃতীয় গ্রেডে ৯ হাজার ৮শো ৪৫ টাকা, চতুর্থ গ্রেডের ৯ হাজার ৩শো ৪৭ টাকা, পঞ্চম গ্রেডে বেতন ধরা হয়েছে ৮ হাজার ৮শো ৭৫ টাকা এবং ৬ষ্ঠ গ্রেডের শ্রমিকরা এখন থেকে ৮ হাজার ৪শো ২০ টাকা মজুরী পাবেন। পাশাপাশি সপ্তম গ্রেডের বেতন হবে ৮ হাজার টাকা।