যুক্তরাষ্ট্রেই মানবাধিকারের চরম লঙ্ঘন হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।তিনি আজ রাজধানীর বারিধারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স- ইউআইটিএস এর শরৎকালিন নবীনবরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।ড. হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছিল, পরে তাকেই লাল গালিচায় বরণ করেছে, যা প্রমাণ করে এ ধরণের নিষেধাজ্ঞা প্রকৃতপক্ষে অকার্যকর।মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহবান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্ অধ্যাপক ডক্টর মোঃ সোলায়মানের সভাপতিত্বে ইউআইটিএস এর চেয়ারম্যান সূফি মোঃ মিজানুর রহমান, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য্ ডক্টর এ এস এম মাকসুদ কামাল বক্তব্য রাখেন।