Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ সেপ্টেম্বর ২০১৯

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশের নবীন কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান


প্রকাশন তারিখ : 2019-09-15

   সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পুলিশের নবীন কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে বিসিএস ৩৬ ব্যাচের সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ প্রাপ্ত নবীন কর্মকর্তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

    সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধামন্ত্রী বলেন মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

    জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিপদে জনগণের বন্ধু, এভাবেই নিজেদের গড়ে তুলতেও পুলিশের নবীন কর্মকর্তাদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

  এর আগে সকালে বিসিএস ৩৬ ব্যাচে সহকারী পুলিশ সুপার পদে নিয়োগপ্রাপ্ত নবীন  কর্মকর্তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে সারদা পুলিশ একাডেমীতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    একাডেমীতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ মহাপরিদর্শক ও একাডেমীর প্রিন্সিপাল।

    নবীন কর্মকর্তাদের কর্মজীবনে প্রবেশের আনুষ্ঠানিকতায় ছিল বর্ন্যাঢ্য কুচকাওয়াজের আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি খোলা জীপে চড়ে প্যারেড পরিদর্শন করেন।

    সশস্ত্র সালাম ও কুচকাওয়াজে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিবাদন জানায় প্রশিক্ষণ সমাপনকারি শিক্ষানবীস সহকারি পুলিশ সুপাররা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশিক্ষণকালে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে পদক বিতরন করেন। সব বিষয়ে পারদর্শিতার প্রমাণ রেখে সেরা পদক অর্জন করেন মোঃ সালাহ উদ্দিন।