Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২৫

ট্রাম্পের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে কানাডা জিতবে: কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি


প্রকাশন তারিখ : 2025-03-10

জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি। নির্বাচিত হয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ জয়ের অঙ্গীকার করেছেন তিনি। সমর্থকদেরকে তিনি বলেছেন, “আমেরিকানদের কোনও ভুল করা উচিত না। হকির মতো, বাণিজ্যের খেলাতেও কানাডা জিতবে।” আগামী কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন কার্নি। তিনি নির্বাচিত হওয়ার পরই জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে কানাডার ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপের সমালোচনা করেছেন। ট্রাম্প সম্প্রতি কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। এর প্রতিক্রিয়ায় সোমবার কার্নি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র কানাডাকে সম্মান না দেখানো পর্যন্ত মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বজায় থাকবে। বিজয় ভাষণে কার্নি বলেন, “ট্রাম্প কানাডার শ্রমিক, তাদের পরিবার ও ব্যবসা-বাণিজ্যকে আক্রমণ করছেন। আমরা তাকে সফল হতে দেব না।” তার এ কথায় দর্শকশ্রোতাদের মধ্য থেকে দুয়ো ধ্বনি ওঠে।বাণিজ্য যুদ্ধ জয়ের অঙ্গীকারের পাশাপাশি কার্নি কানাডা সীমান্তকেও নিরাপদ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সীমান্ত নিরাপত্তার বিষয়টি ছিল ট্রাম্পের একটি মূল দাবি। কানাডা সীমান্ত দিয়ে অভিবাসী এবং মাদক পাচার বন্ধে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ট্রাম্প। কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর কার্নি ৮৬ শতাংশ ভোট পেয়ে লিবারেল পার্টির প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন। যদিও রাজনীতিতে তার পূর্ব কোনও অভিজ্ঞতা নেই।জাস্টিন ট্রুডো ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই কানাডায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন নেতা হিসাবে কার্নিকে বেছে নিয়েছে লিবারেল পার্টি।