সমাজের দারিদ্র পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সকালে বঙ্গভবনে কূটনীতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। কোরবানির বর্জ্য সময়মত অপসারণে সহযোগিতার আহবান জানান রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।রাষ্ট্রপতির পরিবারের সদস্য ও রাষ্ট্রপতির সচিবগন এসময় উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড রেবেকা সুলতানা আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিচারপতিগণ, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্যগণ, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।