Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০২৩

ঈদ ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস-আদালত


প্রকাশন তারিখ : 2023-07-02

ঈদুল আজহার ৫ দিনের সরকারি ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস-আদালত। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে অফিস-আদালতে এখনো ছুটির আমেজ বিরাজ করছে।এদিকে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ঈদের আমেজ দেখা গেছে। প্রথম কর্মদিবসে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা সচিবালয়ে এসেই কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রথম কর্ম দিবসে তুলনামূলকভাবে উপস্থিতি ছিল অনেক কম। যারাও এসেছেন তারা মূলত পারস্পরিক খোঁজ-খবর ও শুভেচ্ছা বিনিময়েই সময় পার করেছেন।অনেকে বাড়তি ছুটি নেওয়ায় এখনো কর্মস্থলে যোগ দেয়নি। সে-কারণে রাজধানীর সড়কে যানবাহন কম, অনেকটাই ফাঁকা। যারা অফিসে যোগ দিয়েছেন, সবাই নির্বিঘ্নে কর্মস্থলে যেতে পেরেছেন।অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই থেকে তিন দিন লেগে যাবে বলে জানিয়েছেন অনেকে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।