এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭৫ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি এ হার নির্ধারণ করে।আজ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। সভায় সিদ্ধান্ত হয় গম দ্বারা ফিতরা আদায় করলে ৪৫ টাকা দরে এক কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৭৫ টাকা। যব দ্বারা আদায় করলে ৯০ টাকা দরে ৩ কেজি তিনশ’ গ্রাম বা এর বাজার মূল্য তিনশ’ টাকা।কিসমিস দ্বারা আদায় করলে ৪শ’ ৩০ টাকা দরে তিন কেজি তিনশ’ গ্রাম বা এর বাজার মূল্য ১৪শ’ ২০ টাকা।খেজুর দ্বারা আদায় করলে ৫শ’ টাকা দরে তিন কেজি তিনশ’ গ্রাম বা এর বাজার মূল্য ১৬শ’ ৫০ টাকা। পনির দ্বারা আদায় করলে সাতশ’ টাকা দরে তিন কেজি তিনশ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার তিনশ’ ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঈদের নামাজে যাওয়ার আগেই এই ফিতরা আদায় করতে হবে।