রমজানকে সামনে রেখে আজ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশের এক কোটি নিন্ম আয়ের পরিবারের কাছে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।আজ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রথম ধাপে এবং ৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডধারীরা সাশ্রয়ী মুল্যে এসব পণ্য কিনতে পারবেন।সাশ্রয়ী মূ্ল্যে পন্য কেনার জন্য আগের দিন ফ্যামিলি কার্ড হোল্ডারদের বিক্রির স্থান ও সময় জানিয়ে দেয়া হবে। উপকারভোগী পরিবারের কাছে ১১০ টাকা করে দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা করে দুই কেজি চিনি, ৬৫ টাকা করে দুই কেজি মসুর ডাল এবং ৫০ টাকা করে দুই কেজি ছোলা এক প্যাকেটে বিক্রি করা হচ্ছে। ঢাকার দুই সিটি করপোরেশনের ১২ লাখ এবং বরিশাল সিটি করপোরেশনের ৯০ হাজার পরিবার ফ্যামিলি কার্ডের আওতার বাইরে থাকবে। তবে তারা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে পারবে।