Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯

জামায়াত নাম পরিবর্তন করে নতুন নামে রাজনীতিতে আসলেও তাদের আদর্শ একই থাকবে-ওবায়দুল কাদের


প্রকাশন তারিখ : 2019-02-18

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জামায়াত নাম পরিবর্তন করে নতুন নামে রাজনীতিতে আসলেও তাদের আদর্শ একই থাকবে।

আজ ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, ডাক্তার দীপু মনি, আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক  তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ এবং দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়তের মধ্যে এখন টানাপোড়েন থাকলেও তলে তলে তারা একই সুরে কথা বলছে।

 তিনি বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে পরাজয়ের ভয়ে অংশ নিচ্ছে না। তবে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বাইরে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিবে।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ছাত্রদলে ৪০/৪২ বছরের আদু ভাইয়েরা নেতৃত্বে থাকলে ভালো প্রার্থী তারা কিভাবে দিবে?

সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মমতাজ উদ্দীনের মৃত্যুতে শোক জানানো হয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত হয়।