জনগণের প্রতিনিধি হিসেবে তাদের প্রত্যাশা পূরণ ও কল্যাণে কাজ করতে নব-নির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।তিনি আজ সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের নব-নির্বাচিত সংসদ সদস্যগণের ওরিয়েন্টেশন কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ আহবান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।স্পীকার বলেন, পাঁচ বছর পূর্ণ হলে কৃতকর্ম নিয়ে জনগণের কাছে ফিরে যেতে হবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে হবে। ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের প্রতিটি ব্যাপারে অত্যন্ত সচেতন ও মনোযোগী।তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করতে সংসদ সদস্যদের প্রতি আহবান জানান।