Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ এপ্রিল ২০২৩

তীব্র দাবদাহে নাকাল দেশবাসী। কর্মজীবীদের সীমাহীন দুর্ভোগ। ঢাকায় ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড


প্রকাশন তারিখ : 2023-04-16

কয়েকদিনের গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। রাজধানী ঢাকাসহ সারাদেশে একই অবস্থা। যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানীতে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৫ সালে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, ৯ বছরের মধ্যে এবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এর আগে, ২০১৪ সালের ২১শে মে ৪৩ দশমিত ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই জেলায়। আবহাওয়াবিদরা বলছেন, টানা এক সপ্তাহের বেশি সময় ধরে বয়ে চলা তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এ সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তখন গরম কিছুটা কমে আসবে।