ঈদুল আজহাকে সামনে রেখে ভোজ্যতেলের দাম কমালো সরকার। প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সচিবালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত জাতীয় টাস্ককোর্সের বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ-কথা জানান।একইসঙ্গে খোলা তেল ১৬৭ টাকা ও পামওয়েল আরও ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে।এই দাম আজ থেকেই কার্যকর হবে জানিয়ে সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতির দিকে থাকায় ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে।আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দামও কমতে পারে বলে জানান তপন কান্তি ঘোষ।