নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছেন থাইল্যান্ডের শপিং মলে এলোপাতাড়ি গুলিবর্ষণের মাধ্যমে ২৬ জনকে হত্যা করা দেশটির সেই সেনাসদস্য।
খবরে বলা হয়, রোববার সকালে ওই সেনা সদস্যকে গুলি করে হত্যা করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা।
পুলিশ এবং সেনাবাহিনীর সূত্রের বরাতে খবরে বলা হয়, ৩২ বছর বয়সী জাকরাপাথ থোম্মাকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিরাপত্তাবাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ‘পুলিশ ওই সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে। জিম্মি অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে ৮ জনকে। তাদের মধ্যে কয়েকজন আহত ছিলেন।’
আহতদের হাসপাতালে দেখতে গেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওঝা। এসময় তিনি বলেন, হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৭ জন।
নিরাপত্তাবাহিনীর গুলিতে সেনাসদস্য জাকরাপাথ থোম্মা নিহত হওয়ার বিষয় দেশটির স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন।