তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, ১১ জুন কেবল জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, গণতন্ত্রেরও মুক্তি দিবস।তিনি আজ সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে বাংলাদেশ প্রেস ইনিস্টিউট- পিআইবির উদ্যোগে "সংবাদপত্রে বঙ্গবন্ধু, জুলিও কুরি ও এশীয় শান্তি সম্মেলন" শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ডক্টর হাছান মাহমুদ বলেন, জামাতের সমাবেশে নেতাদের বক্তব্য আসলে বিএনপিরই বক্তব্য। বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তি নিয়ে গ্রন্থ প্রকাশের উদ্যোগের প্রশংসাও করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং গ্রন্থের সম্পাদক পপি দেবি থাপা উপস্থিত ছিলেন।