ইরাকে মার্কিন ও জোট বাহিনী থাকা দু’টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান মঙ্গলবার এক ডজনের বেশি বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পেন্টাগন একথা জানায়।
এসিস্ট্যান্ট টু সেক্রেটারি অব ডিফেন্স ফর পাবলিক অ্যাফেয়ার্স জোনাথন হফম্যান এক বিবৃতিতে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ইরাকে মার্কিন সামরিক ও জোট বাহিনীর অবস্থান লক্ষ্য করে ইরান এক ডজনের বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’
‘এটা স্পষ্ট যে ইরান থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল মার্কিন সামরিক ও জোট বাহিনীর সৈন্য থাকা ইরাকি দু’টি সামরিক ঘাঁটি।’