সারাদেশে চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ও অপকর্মকারীরা গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন যে লক্ষ্যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা সফল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
ওবায়দুল কাদের আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
এসময় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার আবদুস সবুর ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
যে যতই প্রভাবশালী হোক অপরাধ করলে শাস্তি পেতেই হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ভবিষ্যতে আরো অনেকেই গ্রেফতার হতে পারে।
বেগম খালেদা জিয়ার জামিনের রায় আদালত খারিজ করায় বিএনপির কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তারা সরকারের বিরুদ্ধে নয়, আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। এটা আদালত অবমাননার শামিল।
বিদ্যুৎতের দাম বৃদ্ধি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন সরকারের ক্রমাগত ভর্তুকি মিটাতে বিদ্যুৎতের দাম কিছুটা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, মুজিববর্ষে ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করবে সরকার।