ব্যাটসম্যানদের রাজত্বের মধ্য দিয়ে ড্র’তেই শেষ হলো বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই সিরিজের প্রথম টেস্ট।
নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মোমিনুল হকের ১২৭ রানের সুবাদে ৭ উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষনা করে টাইগাররা। জবাবে ৮ উইকেটে ৬৪৮ রানে ইনিংস ঘোষনা করে শ্রীলংকা। ফলে প্রথম ইনিংস থেকে ১০৭ রানের লিড পায় লংকানরা। এই ইনিংসে শ্রীলংকার পক্ষে অধিনায়ক দিমুথ করুনারতে ২৪৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৬৬ রান করেন।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৩ ওভারে ২ উইকেটে ১০০ রান করে চা-বিরতিতে যায় বাংলাদেশ। এরপর বৃষ্টির কারনে দিনের শেষ সেশনটিতে ম্যাচের ইতি টানেন ম্যাচ পরিচালনাকারীরা। ফলে ড্র’তে শেষ হয় ম্যাচটি।
চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৫১২ রান করেছিলো শ্রীলংকা। করুনারতে ২৩৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৫৪ রানে অপরাজিত ছিলেন।