Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মে ২০২১

স্যাটেলাইট সম্প্রচার

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) একটি পাবলিক সার্ভিস ব্রডকাস্টার (পিএসবি) এবং একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন জাতীয় টেলিভিশন। বিটিভি আর্থ-সামাজিক উন্নয়ন সাধন, জাতীয় ঐক্যকে দৃঢ় করা এবং জনগণের মধ্যে বৈজ্ঞানিক ধারণা বাড়ানোতে অবদান রাখছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার কল্যাণ, পরিবেশগত স্থিতিশীলতা ও ভারসাম্য এবং নারী ও শিশু কল্যাণের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জ্ঞান, শিক্ষা ও তথ্য বিতরণে অবদান রাখে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিও নিয়মিত ভাবে বিটিভিতে চিত্রিত হচ্ছে। মুক্তিযুদ্ধসহ জাতীয় আন্দোলন বিষয়ক অনুষ্ঠান নির্মিত হচ্ছে যা নিয়মিত বিটিভিতে সম্প্রচারিত হচ্ছে। বিটিভির অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো জনগণের আশা-আকাঙ্ক্ষা, বেসরকারী ও অ-আনুষ্ঠানিক খাতের সহিত সরকারের উন্নয়ন প্রচেষ্টার সমন্বয় সাধন করা।

বিটিভি ২০০৪ সাল থেকে আর্থ স্টেশন ব্যবহার করে বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে উপগ্রহ ভিত্তিক (স্যাটেলাইট) সম্প্রচার শুরু করেছে। বিটিভি ন্যাশনাল ৫ নভেম্বর ২০১২ থেকে স্যাটেলাইট এর মাধ্যমে ২৪ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করছে। বিটিভি চট্টগ্রাম ১৬ জুন ২০১৫ তারিখে একটি স্বতন্ত্র স্যাটেলাইট চ্যানেল পরীক্ষা সম্প্রচার শুরু করেছে এবং ৩১ ডিসেম্বর ২০১২ তারিখ থেকে নিয়মিত ট্রান্সমিশন চালু করেছে।  বিটিভি ন্যাশনাল, বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি চট্টগ্রাম এবং সংসদ বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার এলাকা Bangabandhu Satellite-1 এর সম্প্রচার এলাকা।

 

BTV, BTV world, BTV- Chattogram and Sangshad Television are Satellite Transmitting with the following Parameter:

Satellite

Bangabandhu Satellite-1

 

 

Orbital Position

119.1 Degree East

Polarization

Horizontal

Symbol Rate

17.5 Msym/sec

Down Link Frequency

4640 MHz

Modulation

QPSK

FEC

3 / 4

Signal

DVB-S2

Transmission mode

Free to Air

 

 

 

STVRO can be projected by any body, any where, any time without any prior permission from BTV. (To use for date & future reference BTV authority will pay best Thanks to the Recipient/User if they kindly Inform about them by the Fax-88-02-831-2927 or Website- URL:http://www.btv.gov.bd)