চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে খুবই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১৮৮ জন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। ইউএসজিএস জানায়, মঙ্গলবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের তথ্য অনুযায়ী, হিমালয় পর্বতমালার উত্তরাঞ্চলীয় প্রবেশপথ হিসেবে পরিচিত প্রত্যন্ত ডিংরি কাউন্টির সোগো শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। চীনের সরকারি সংবাদমাধ্যমে জানিয়েছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেঙে পড়া ভবনের ছবি প্রকাশিত হয়েছে এবং আরও বেশ কয়েকটি শক্তিশালী আফটার শকের খবর পাওয়া গেছে। এ অঞ্চলটি মাউন্ট এভারেস্টের পাদদেশে অবস্থিত হওয়ায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে। ফলে স্বাভাবিকভাবেই উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে তীব্র ঠান্ডার কারণে। এই এলাকায় বিদ্যুৎ এবং পানির সরবরাহ বন্ধ রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং প্রাণহানি কমানোর জন্য সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। তিব্বতের পাহাড়ের পাদদেশে সৃষ্ট এই ভূমিকম্প পার্শ্ববর্তী দেশ ভারত, ভূটান নেপাল ও বাংলাদেশ থেকেও অনুভূত হয়েছে।