Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২৫

গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলের ৩৪টি বিমান হামলা, অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত।


প্রকাশন তারিখ : 2025-01-03

অব্যাহত ইসরায়েলি তাণ্ডবে গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ৩৪টি বিমান হামলায় প্রাণ গেছে অন্তত ৭১ ফিলিস্তিনির। ৩ জানুয়ারি শুক্রবার এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।গাজা উপত্যকায় নির্বিচারে চলছে বিমান থেকে গোলাবর্ষণ। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে মাঘাঝি ও নুসেইরাত শরণার্থী শিবিরে। হামলা অব্যাহত রয়েছে নিরাপদ ঘোষিত এলাকা আল মাওয়াসিতে। শুক্রবার এলাকাটিতে প্রাণ গেছে আরও ১০ জনের। অভিযান চালানো হচ্ছে খান ইউনিস, জাবালিয়াসহ অন্যান্য এলাকাগুলোয়।গাজা উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৫ হাজার ৬০০ জনে। এছাড়া, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি।