কার্যকর হওয়ার আগেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস চুক্তির কিছু অংশ থেকে সরে এসেছে অভিযোগ করে চুক্তি অনুমোদন স্থগিত করেছে ইসরায়েল। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে হামাস। এদিকে যুদ্ধবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে—এমন ঘোষণা আসার পরও গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ওই ঘোষণা আসার পর ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৩০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ২০ শিশু ও ২৫ নারী রয়েছেন।এ নিয়ে ১৫ মাস ধরে চলা এই যুদ্ধে গাজায় ৪৬ হাজার ৭৮৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৪৫৩ জন।