সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের তদন্ত শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এ বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশনা পাওয়ায় কাউন্সিল আগামী সপ্তাহে তা তদন্তে নামবে বলে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দেশের বিচারালয়ের সর্বোচ্চ এ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সোমবার এ বিজ্ঞপ্তি প্রচার করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর গত আগস্টে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদের বিক্ষোভের মধ্যে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতি পদত্যাগ করেন। পরে ফের বিক্ষোভের মধ্যে হাই কোর্টে বিভাগের ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে তাদের হাই কোর্টে বিচারকাজ পরিচালনা থেকে বিরত রাখা হয়। এরপর হাই কোর্টের তিন বিচারপতি পদত্যাগ করেন। বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে গত ২০ অক্টোবর আপিল বিভাগ রায় দেয়। এতে বিচারপতিদের বিষয়ে তদন্ত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা নেওয়ার পথ উন্মুক্ত হয়।